সাধারণত বয়সের গণ্ডি ৬০ পেরলেই মানুষকে গ্রাস করে নানান অসুস্থতা। তখন দৌড়ানো বা শারীরিক কসরত তো দূর, সামান্য সিঁড়ি ভাঙতেই হাঁপিয়ে ওঠেন বহু মানুষ। তবে বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) তাতে থোড়াই কেয়ার! বয়স ৬৫ হলে কি হবে? এখনও রীতিমতো ডন-বৈঠকে পারদর্শী প্রবীণ এই রাজনীতিবিদ। হাতেকলমে প্রমাণও দিয়ে দিলেন তিনি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি কলেজের অনুষ্ঠানে সভামঞ্চেই শুরু করে দিলেন পুশ-আপ। ৫-১০ টা নয়, একটানা ৪০-এরও বেশি পুশ-আপ লাগিয়ে তিনি দেখিয়ে দিলেন, বয়স শুধুই সংখ্যা।
ঘটনাটি ঘটেছে ইন্দোরের (Indore) মাহেশ্বরী কলেজের বার্ষিক অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। অনুষ্ঠানমঞ্চ থেকেই তিনি শুরু করেন পুশ-আপ। প্রধান অতিথির এহেন কসরত দেখে উপস্থিত দর্শকেরাও উৎসাহিত করতে থাকেন কৈলাস বিজয়বর্গীয়কে। চিৎকার করে গুনতে থাকেন তাঁর পুশ-আপ সংখ্যা। অবশেষে ৪০-এরও বেশি পুশ-আপ দিয়ে ক্ষান্ত হন তিনি।
তাঁর এহেন কাণ্ড ইতিমধ্যেই ভাইরাল একাধিক সোশ্যাল মিডিয়া সাইটে। টুইটারে (Twitter) ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে বিজেপির জাতীয় সাধারন সম্পাদক জিতু জিরাতিকে। ভিডিওটিতে ভিউয়ের সাথে লাইক, শেয়ার বাড়ছে পাল্লা দিয়ে। এই বয়সেও নেতার শারীরিক সক্ষমতার তারিফ করেছেন অনেকে। যদিও কিছু নিন্দুকে তাঁর পুশ-আপ দেওয়ার খুঁতও বের করে ফেলেছেন ইতিমধ্যেই। সবমিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে সরগরম ইন্টারনেট।