রাহুল ভাটের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার জম্মু ও কাশ্মীর প্রশাসন বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নিহত কর্মচারীর স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়াও হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বদগাঁওতে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাট। তিনি বদগাঁও জেলার একজন সরকারী কর্মী ছিলেন।
জানা গিয়েছে, চাঁদুরা শহরের তহসিল অফিসের ভিতরে ঢুকে তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। শুক্রবার সকাল থেকেই ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখায় কাশ্মীরি পণ্ডিত পরিবারের সদস্যরা। স্থানীয় কাশ্মীরি পণ্ডিতদের দাবি কেন্দ্র শাসিত সরকারের উচিত, তাদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা। কিন্তু তা করা হয়নি। আগামী দিনে যদি তাদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা না হয় তাহলে তারা সরকারি চাকরি থেকে গণ-ইস্তফা দেবেন বলেও জানিয়েছেন।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করে লিখেছেন, "ঘৃণ্য সন্ত্রাসী হামলার সমস্ত দিক তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানার এসএইচওকেও সংযুক্ত করা হয়েছে।" অপর একটি ট্যুইটে তিনি লেখেন, "জম্মু কাশ্মীর প্রশাসন জম্মুতে রাহুল ভাটের স্ত্রীকে একটি সরকারি চাকরি দেবে এবং পরিবারকে আর্থিক সহায়তা দেবে। সরকার মেয়ের শিক্ষার খরচ বহন করবে।" অন্যদিকে গনপদত্যাগের বিষয়ে জম্মু কাশ্মীরের অফিশিয়াল হ্যান্ডেল থেকে ট্যুইট করা হয়েছে, "অভিবাসী কর্মচারীদের পদত্যাগের সোশ্যাল মিডিয়া রিপোর্টগুলি অস্বীকার করা হয়েছে। কারণ প্রশাসনের দ্বারা পদত্যাগের এমন কোনও চিঠি পাওয়া যায়নি৷ পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলি এক সপ্তাহের সময়সীমার মধ্যে সমাধান করা হবে।"