ভারতের নিজের কোভিড ভ্যাকসিন কর্মসূচি ১৫০ কোটির মাইলফলক স্পর্শ করল। গত ১৬ই ফেব্রুয়ারি, ২০২১ স্বাস্থ্য কর্মীদের টিকাকরনের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের কোভিড টিকাকরণ শুরু হয়। উচ্ছসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডুভিয়া একটি টুইটে এটিকে ‘ঐতিহাসিক সাফল্য’ বলে সম্বোধন করেন, সাথে আরও যোগ করেন আমাদের প্রথম সারিতে থাকা “স্বাস্থ্য কর্মীর আত্মত্যাগ, কঠোর পরিশ্রম ও প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ছাড়া এই পদক্ষেপ কখনো বাস্তবায়ন হতোনা।“
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রানুসারে, দেশের ৯১% প্রাপ্তবয়স্ক অন্তত একটি ডোজ এবং ৬৬% প্রাপ্তবয়স্ক দুটি ডোজই পেয়েছেন। গত ৩রা জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সসীমার বাচ্চাদের যে টিকাকরণ শুরু হয়েছে তাও এই কদিনে ২২% সম্পন্ন হয়েছে বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।