ভারত-পাকিস্তান তীর্থ সম্পর্ক নিয়ে সম্প্রতি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সাথে আলোচনা করার সবুজ সঙ্কেত জানানো হয়েছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশের পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে উভয় দেশের তীর্থযাত্রীদের যাতায়াতের প্রসঙ্গ নিয়ে। আপাতত শুধুমাত্র ওয়াজা ল্যান্ড এবং কর্তারপুর করিডোর দিয়ে তীর্থযাত্রীরা প্রবেশ করার অনুমতি পান। তবে সম্প্রতি এক পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, "১৬০ পাকিস্তানি হিন্দু তীর্থযাত্রীদের আকাশপথে পাকিস্তান হিন্দু কাউন্সিল করাচি থেকে জয়পুরে তীর্থযাত্রার প্রস্তাব আনলে তা ভারতের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে।"
এই প্রসঙ্গে MEA মুখপাত্র অরিন্দম বাগচী এক সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বলেছেন, "১৯৭৪ সালের প্রোটোকল অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে তীর্থযাত্রার অনুমতি রয়েছে এবং দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে আগ্রহ দেখানো হয়েছে। কিন্তু প্রোটোকলের অধীনে থেকে এখন দুই দেশের মধ্যে তীর্থযাত্রীদের যাতাওয়াত মাধ্যম নিয়ে আলোচনা করতে হবে। ভারত এই বিষয়ে আলোচনা করার জন্য ইতিবাচক মনোভাব রেখেছে। এছাড়া বর্তমানে করোনা সংক্রমণে বাড়বাড়ন্ত দিকে খেয়াল রেখে এই আলোচনা কিছু সময় বাদে করা যেতে পারে।"