লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরিণতিতে ভারত–চিন সম্পর্ক এখন যথেষ্ট উত্তপ্ত৷ এই অবস্থায় সীমান্তে দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দিকে নজর দিয়েছে ভারত৷ ৩ অক্টোবর রোটাংয়ে ১০ হাজার ফুট উঁচু ‘অটল টানেল’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী৷
এখন লাদাখ থেকে কাশ্মীরের ১০০ কিলোমিটার রাস্তায় অন্তত আরও ১০টি টানেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কোনও কোনওটি তৈরি হবে ১৭ হাজার ফুটেরও বেশি উচ্চতায়৷ এতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি সেনাবাহিনীও দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে৷
অটল টানেল হিমাচল প্রদেশের মানালির সঙ্গে লাদাখের লেহ–এর যোগাযোগ সহজ করে দিয়েছে৷ শীতের সময় বরফ পড়ে এসব এলাকায় যাতায়াত বন্ধ হয়ে যেত৷ এখন আর তা হবে না৷ গত সপ্তাহেই ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’ তৈরি করেছে ৪৪টি সেতু৷ লাহুল ও স্পিতির মতো পার্বত্য এলাকার মানুষও এর ফলে বারোমাস যাতায়াত করতে পারবেন৷ সংশ্লিষ্ট এক আধিকারিক জানিয়েছেন, ৪৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে৷ এখন দ্রুত তা সম্পূর্ণ করার কাজ চলছে৷
স্বাভাবিক কারণেই সীমান্তে ভারতের এ হেন কার্যকলাপ ভাল চোখে দেখছে না চিন৷ ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’–এর খুব কাছে এভাবে রাস্তা তৈরিতে আপত্তি জানিয়েছে তারা৷ জবাবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে কোনও রকম নিয়মভঙ্গ হয়নি৷