ভারত চীন সীমান্তে বাড়তে থাকা সমস্যার মধ্যে বৃহস্পতিবার মস্কোতে বৈঠক হল দুই দেশের বিদেশ মন্ত্রীদের মধ্যে। বৈঠকের পর একটা যৌথ বয়ানে বলা হয়েছে "এই বাড়তে থাকা সমস্যা এবং হিংসা কোন দেশের পক্ষেই ভালো হচ্ছে না। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় দুই দেশ। এই লক্ষ্যে দুই দেশ বর্ডারে থাকা সেনাদের অস্ত্র ছেড়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার নির্দেশ দেবে সংশ্লিষ্ট দেশ।" আরও বলা হয়, দুই দেশের সেনার মধ্যে যাতে যথেষ্ট দুরত্ব থেকেই একটা বন্ধুত্বের বাতাবরণ তৈরি হয় সীমান্তে সেই নিয়ে ভাববে দুই দেশের প্রশাসন। দ্বিপাক্ষিক সমঝোতার মধ্যে দিয়ে সবটা সামলে নিতে বদ্ধপরিকর দুই দেশই।
কিন্তু এর মধ্যেই আমরা দেখেছি দুই দেশের সেনারা শান্তি চুক্তি ভেঙ্গে লড়াইয়ে জড়িয়েছে বারবার। অতিসম্প্রতি পাঙ্গাং অঞ্চলে আবার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল একটা সমঝোতা চুক্তি থাকা অবস্থাতেই। ফলে এর মধ্যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে হওয়া সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকে সেটাই দেখার।