কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এবার সাইবার দুনিয়াতেও চলবে কড়া নজরদারি। ইন্টারনেটে কারা লিপ্ত দেশবিরোধী কাজে? পোস্ট মারফৎ কারা ছড়াচ্ছেন জাতীয়তাবাদ বিরুদ্ধ বার্তা?আড়াল থেকেই নজর রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ স্বেচ্ছাসেবক বাহিনী। আপাতত জম্মু কাশ্মীর ও ত্রিপুরা থেকে শুরু করা হচ্ছে এই কর্মসূচি, ধীরে ধীরে সারা দেশ জুড়েই ছড়ানো হবে এই নজরদারি।
সরকারের কোনো গোপন ও গুরুত্বপূর্ণ নথি বা তথ্য প্রকাশ্যে চলে আসা বা হস্তান্তর হওয়া, সন্ত্রাসবাদী কাজে উস্কানি দেওয়া, খালিস্তানপন্থীদের চক্রান্ত, শিশুদের যৌন ব্যবসা ও নীল ছবিতে ব্যবহার, ধর্ষণ -খুন ও মৌলবাদী প্রচার এসবকিছুই খতিয়ে দেখা হবে গোপনে। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ সাইবার অপরাধ দমন শাখা কর্তৃক এই কাজ চালানো হবে। এই কাজে স্বেচ্ছাসেবকদের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার ও ইমেল ঠিকানা দিলেই চলবে। গুপ্তচরের মতো স্বেচ্ছাসেবকরা যে এই কাজে লিপ্ত তা কোনোভাবেই প্রকাশ্যে আসা যাবে না। তবে এই কাজে অনেকটা ক্ষমতা ন্যস্ত করা হয় স্বেচ্ছাসেবকদের ওপর, তাই স্বচ্ছতার প্রশ্ন তোলেন অনেকেই।