গোটা দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে গত ১ লা মে থেকে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের টিকাকরন প্রক্রিয়া। এই তৃতীয় পর্যায়ে ১৮ বছরের উর্ধ্বে যে কেউ ভ্যাকসিন নিতে পারবে। বর্তমানে এই ভ্যাকসিন নেওয়ার জন্য সরকারি কো উইন অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপ ও সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলছে। কিন্তু এতই চাহিদা যে মুহূর্তের মধ্যে ভ্যাকসিন নেওয়ার স্লট বুকিং হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ নতুন ধরনের অ্যাপ তৈরি করছে যাতে দেখানো হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার স্লট ফাঁকা রয়েছে। হ্যাকাররা একটি ম্যাসেজ ছড়িয়ে দিচ্ছে যাতে বলা হয়েছে যে নির্দিষ্ট ওই অ্যাপ ডাউনলোড করলে ভ্যাকসিন পাওয়ার ফাঁকা স্লট পাওয়া যাবে। কিন্তু বাস্তবে এমন কোন কিছু সম্ভব নয়।
এই বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা লুকাস স্টিফানকো জানিয়েছেন যে হ্যাকাররা প্রথমে একটি এসএমএস পাঠাচ্ছি যাতে লেখা থাকছে "Register For Covid Vaccine from age 18+"। তারপর সেইখানে ক্লিক করলে "Covid-19" অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে বলা হচ্ছে। এই অ্যাপটি ডাউনলোড করলে তা মোবাইলের কন্টাক্ট ও মেসেজ দেখার অনুমতি চাইছে। তারপর সেই কন্টাক্ট ডিটেইলস ধরে ম্যালওয়্যারের মাধ্যমে এই নকল মেসেজ আরো অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। জানা গিয়েছে এই অ্যাপ আপনার স্মার্টফোন থেকে বিভিন্ন গোপনীয় তথ্য আপনার অজান্তেই চুরি করে নিচ্ছে। এছাড়া আপনার মোবাইল থেকেই ম্যালওয়ার কোন ডাটা মুছে ফেলতেও পারে। এছাড়া আপনার স্মার্টফোন থেকে অন্য কারো কাছে আপনার অজান্তেই মেসেজ চলে যেতে পারে।