প্রধানমন্ত্রীর এই বছরের জন্মদিনকে ঐতিহাসিক করে তুলতে কোভিড টিকাকরণে রেকর্ড করেছিল দেশ। অন্তত কোউইন অ্যাপের তরফে এমনটাই সামনে এসেছিল। সংবাদমাধ্যমেও এই একই খবর সম্প্রচার হয়। কিন্তু যত সময় যাচ্ছে ততই এই দাবি নিয়ে উঠেছে প্রশ্ন। এরপরেই আজ অভিযোগ উঠল, মৃত ব্যক্তিদেরও নাকি টিকা দিয়েছে কেন্দ্র।
তাঁদের নামেও নাকি ইস্যু হয়েছে শংসাপত্র। এর সঙ্গেই আরও অভিযোগ, ভ্যাকসিনের জন্য স্লট বুকিং করেছিলেন এমন অনেকে বিভিন্ন কারণে ওইদিন ভ্যাকসিন নিতে পারেননি। তাঁরাও নাকি টিকা না নিয়েই সার্টিফিকেট পেয়েছেন। এমনই অভিযোগ সামনে এসেছে মধ্যপ্রদেশের তরফে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ওই দেশে ১৭ সেপ্টেম্বর একদিনে ২৭ লক্ষ টিকাকরণ হয় বলেই জানানো হয়েছিল। কিন্তু ক্রমশ সে রাজ্য থেকে উঠে আসছে একাধিক অভিযোগ।