লাভজনক স্কিমে বিনিয়োগ করতে কে না চায়। সকলেই চান যেন তার টাকা সব থেকে ভালো ভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে কোথায় গিয়ে সঠিক হবে বিনিয়োগ করা? সেই নিয়ে বর্তমানে সকলেই সন্দিহান। তবে আপনি কি জানেন এমন একটি স্কিম আপনার জন্য নিয়ে এসেছে খোদ ভারতীয় ডাক বিভাগ যার মাধ্যমে আপনি বিনিয়োগ করে মেয়াদ শেষে উচ্চ রিটার্ন পেয়ে যাবেন। তার সাথে সাথেই আপনার টাকা থাকবে একেবারে সুরক্ষিত। তাহলে চলুন আর দেরি না করে চট করে এই স্কিমের ব্যাপারে জেনে ফেলি।
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই স্কিমের নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস সঞ্চয় স্কিম। পোস্ট অফিসের এই মাসিক পেনশন যোজনা ১০০/১০০০ এর গুণিতক টাকা বিনিয়োগ করতে পারবেন আপনারা। এছাড়া সর্বাধিক আপনি ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তবে সর্বনিম্ন বিনিয়োগ হলো ১০০০ টাকা। এজন্য আপনাকে একটি পোস্ট অফিসে একাউন্ট খুলতে হবে এবং সেখানে বিনিয়োগ করতে হবে। একসঙ্গে তিনজন মিলে আপনারা জয়েন্ট একাউন্ট খুলতে পারেন তবে সে ক্ষেত্রে কিন্তু সর্বাধিক টাকা বিনিয়োগের পরিমাণ হবে ৯ লক্ষ টাকা, এর বেশি কিন্তু না।
এখানে মাত্র ৫০ হাজার টাকা এককালীন বিনিয়োগ করে আপনারা বছরে ৩৩০০ টাকা পেনশন পেয়ে যেতে পারেন। যার মাধ্যমে আপনার অবসরের সময় কোন রকম সমস্যা হবে না। আপনাদের জানিয়ে রাখি, পাঁচ বছরে আপনারা সর্বমোট ১৬ হাজার ৫০০ টাকা সুদ পেয়ে যাবেন, যা যথেষ্ট বড় একটি পরিমাণ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটি মাসিক আয়ের স্কিমগুলিতে ৬.৬ হারে সুদ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। তবে যেখানে ব্যাংকে আপনারা চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে থাকেন, সেরকমভাবে কিন্তু পাবেন না আপনাদের সরল সুদ দেওয়া হবে। সরল সুদ হওয়ার কারণে বার্ষিক হিসেবে কিন্তু আপনারা একটু কম টাকা পাবেন, তবে সেই টাকা পুষিয়ে দেবে বাড়তি সুদের হার। সোজা কথায় বলতে গেলে যদি আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতিমাসে পেনশন পাবেন ৫৫০ টাকা করে এবং বছরে ৬ হাজার ৬০০ টাকা পেনশন পেয়ে যাবেন। পাঁচ বছরে সর্ব মোট সুদ পাবেন ৩৩ হাজার টাকা।