রবিবার ছিল রমজান মাসের শেষদিন। কিন্তু এদিন মেলেনি চাঁদের দেখা। তাই ৩ মে মঙ্গলবার গোটা দেশজুড়েই পালিত হবে খুশির ইদ (Eid)। ভারতের পাশাপাশি বাংলাদেশেও মঙ্গলবার পালিত হবে খুশির ইদ।
রবিবার নয়াদিল্লির ফতেপুরি মসজিদের ইমাম জানিয়েছেন, ভারতের কোথাও চাঁদের দেখা মেলেনি। বিভিন্ন রাজ্যে খোঁজ নিয়ে দেখা গেছে রবিবার সন্ধ্যে থেকেই কোথাও চাঁদের উদয় হয়নি। ফলে রবিবার রমজান মাসের শেষদিন থাকলেও সোমবার খুশির ইদ পালন সম্ভব হয়নি। তাই সোমবার রমজান মাসের শেষদিন হিসেবে গণ্য হবে এবং মঙ্গলবার দেশজুড়ে পালিত হবে ইদ-উল-ফিতর।
এদিন লখনউয়ের মরকজি চাঁদ কমিটির তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার ভারতে ইদ সম্ভব নয়। যদিও আরবে আজ খুশির ইদ, কিন্তু ভারত-সহ বাংলাদেশে তা পালিত হবে মঙ্গলবার। তবে বাংলাদেশের কিছু জায়গায় আজ ইদ উৎসব পালনের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত দু'বছর করোনার কারণে ইদ উৎসব পালন ততটা হয়ে ওঠেনি। ইচ্ছে থাকলেও কোভিড পরিস্থিতি দেশে ভয়াবহ থাকায় কেবল ইদ নয়, সব ধরণের ধর্মীয় উৎসব পালনে বাধা তৈরি হয়। বর্তমানে দেশে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এবারে খুশির ইদে মানুষের আনন্দের ঢল নেমেছে। তবে এখানে বাধা তৈরি করেছে মূল্যবৃদ্ধি। যদিও সেসব কিছুকে দূরে সরিয়ে খুশির ইদে মানুষের আনন্দের কোন খামতি নেই।