এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (Enforcement Directorate) জালে এবার চিনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো (Vivo)। ইডি আজ সকালে ভিভো এবং ভিভোর সঙ্গে যুক্ত সংস্থাগুলির অফিসে তল্লাশি চালায়। সূত্রের খবর, দেশের মোট ৪৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বহু অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি, সূত্রের খবর।
এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে গত মে মাসে চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল। এমনকি এপ্রিল মাসের শেষের দিকে শাওমির ৫,৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে গতবছর ডিসেম্বরে ওপ্পো মোবাইল কোম্পানি এবং এর বিক্রেতাদের উপর অনুসন্ধান চালাতে শুরু করে আয়কর দফতর। বলাবাহুল্য, সম্প্রতি চিনা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ওপর কড়া নজরদারি শুরু করেছে সরকার। পরিবহণ থেকে শুরু করে লোন অ্যাপ্লিকেশন, চিনে বিনিয়োগ রয়েছে এমন আরও অনেক সংস্থাই এখন ইডির নজরে।