পূর্ব-মধ্য বিভাগে পুনরায় চালু হতে চলেছে একাধিক দূরপাল্লার ট্রেন। একইসাথে বঙ্গবাসীর জন্যেও সুখবর, কারণ বাংলামধ্যে চাকা গড়াবে আঠেরোটি স্পেশাল ট্রেন। গতদিন পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার ঘোষণা করেন, তিন জোড়া গরিব রথ-সহ মোট সাত জোড়া ট্রেন চালু করা হচ্ছে এবং এগুলির প্রতিটি মুজ্জফরপুর, সহর্সা, গয়া, বারাউনির মতো স্টেশন থেকে ছাড়বে।
একনজরে দেখে নিন কোন কোন দূরপাল্লার ট্রেন ছাড়পত্র পেল :
••০৪০৫৯/০৪০৬০ মুজ্জফরপুর-আনন্দবিহার টার্মিনাল-মুজ্জফরপুর গরিব রথ স্পেশাল
••০৪০৭৩/০৪০৭৪ গয়া-আনন্দবিহার টার্মিনাল-গয়া গরিব রথ স্পেশাল
••০৪৬৮৭/০৪৬৮৮ সহর্সা-অমৃতসর-সহর্সা গরিব রথ স্পেশাল
••০৪৬৯৭/০৪৬৯৮ বারাউনি-জম্মু ও তাওয়াই-বারাউনি সুপারফাস্ট স্পেশাল
••০৪৫৩৩/০৪৫৩৪ বারাউনি-আম্বালা ক্যান্টনমেন্ট-বারাউনি সুপারফাস্ট স্পেশাল
••০৪০৬৬/০৪০৬৫ আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস
••০৪০৬৯/০৪০৭০ জোগবনী-আনন্দবিহার টার্মিনাল-জোগবনী সুপারফাস্ট স্পেশাল
আর একইসাথে বাংলায় চালু হওয়া ১৮টি স্পেশাল ট্রেনের মধ্যে রয়েছে :
১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলবে (রবিবার বাদে)
২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলবে (রবিবার বাদে)
৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলবে (রবিবার বাদে)
৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলবে (রবিবার বাদে)
৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলবে (সপ্তাহে একদিন -শুধু রবিবার)
৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলবে (সপ্তাহে একদিন- শুধু রবিবার)
৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলবে (প্রতিদিন)
৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলবে (প্রতিদিন)
৯) ০৩১১৭ কলকাতা-লালগােলা : ৬ জুলাই থেকে চলবে (মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবি)
১০) ০৩১১৮ লালগােলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলবে (সােম, বুধ, শুক্র, শনি)।
১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।
১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলবে (প্রতিদিন)।