এবার করোনা (Coronavirus) ভ্যাকসিনেশন সার্টিফিকেটের (COVID vaccination certificate) সঙ্গে থাকবে পাসপোর্ট নম্বরও। অর্থাৎ খুব সহজেই করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট ডিটেলস (Passport Details) লিঙ্ক করা যাবে। এতে সুবিধাভোগী হবেন বহু যাত্রী। এবং আগামী দিনে বিদেশযাত্রার পরিকল্পনা আছে, এমন ব্যক্তিদের এই কাজটি সেরে রাখাই ভালো। এতে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা মিলবে আপনারই।
কেন্দ্রের আরোগ্য সেতুর (Aarogya Setu) অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ঘোষণা করে বলা হয়, "এবার থেকে আপনার পাসপোর্ট নম্বর (Passport Number) রাখা যাবে আপনার করোনা টিকাকরণের সার্টিফিকেটে।" তবে শুধুমাত্র সরকারের 'কোউইন' (CoWIN) অ্যাপ বা পোর্টালে সেই সুবিধা দেওয়া হচ্ছে। মূলত যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হচ্ছে। এর ফলে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেতে আর অসুবিধা হবে না তাঁদের।
তবে ঠিক কোন পদ্ধতিতে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট নম্বর যুক্ত করতে পারবেন? দেখুন এক নজরে
-
প্রথমে ‘কোউইন’ অ্যাপের সরকারি পোর্টাল ‘www.cowin.gov.in’-এ লগ ইন করতে হবে।
-
এরপর যে পেজ খুলবে, সেখানে 'Raise an Issue' অপশন সিলেক্ট করুন।
-
সেখানে Passport অপশনে ক্লিক করুন। সেখানে যাঁর সার্টিফিকেট লিঙ্ক করতে চাইছেন তার নাম ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুন।
-
আপনার পাসপোর্ট নম্বর দিন।
-
এরপর দেখে নিন আপনার সমস্ত তথ্য ঠিক মতোন আছে কিনা। না থাকলে এডিট করে নিন।
-
তারপর সাবমিট করুন। এটা করার সঙ্গে সঙ্গেই একটি আপডেটেড সার্টিফিকেট পেয়ে যাবেন।
প্রসঙ্গত, কোনও কারণে কারও সার্টিফিকেটে নাম ভুল এলে বা অন্য তথ্য ভুল থাকলেও এই একই পদ্ধতিতে তা আপডেট করতে পারবেন। ফলে সহজেই পেয়ে যাবেন সংশোধিত ভ্যাকসিনেশন সার্টিফিকেট।