দেশজুড়ে কৃষক বিক্ষোভের আঁচে উত্তপ্ত দেশের রাজনীতি। দেশের রাজধানী কার্যত গত কয়েকদিন ধরে অবরুদ্ধ হয়ে আছে এই বিক্ষোভের জেরে। এবার চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, কৃষকদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্র মিটিং ও সমঝোতায় বসবে তাদের সাথে।
বিক্ষোভের আঁচ এতটাই দ্রুত ছড়াচ্ছে যে, একে একে পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কৃষকরাও যোগ দিচ্ছেন ধীরে ধীরে। কৃষক লংমার্চের জেরে অবরুদ্ধ হয়েছে দিল্লি হরিয়ানা সীমান্ত।
আপাতত দিল্লির বুরারি মাঠে কৃষকদের জমায়েত হচ্ছে। তাদের দাবি, কৃষি বিলের একাধিক সংশোধনী প্রস্তাব নিয়ে সরকার যতক্ষণ না আলোচনায় বসছেন ততক্ষণ চলবে তাদের জমায়েত।
পরিস্থিতি সামলানোর জন্য প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করেছে সরকার। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে যে কোনো সময়ে।