শীঘ্রই খোলা বাজারে আসতে চলেছে করোনার ভ্যাক্সিন (covid vaccine)। এবার শর্তসাপেক্ষে খোলা বাজারে করোনা ভ্যাক্সিন ছাড়ার অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। আপাতত কোভ্যাক্সিন (Covaxin) এবং কোভিশিল্ড-এই (covishield) দুই ভ্যাক্সিনকে খোলা বাজারে ছাড়ার অনুমতি দিল ডিসিজিআই। উল্লেখ্য, এই নিয়ে ভারত তৃতীয় দেশ, যেখানে করোনা ভ্যাক্সিন বাজারে ছাড়া হতে চলেছে। এর আগে কেবলমাত্র আমেরিকা তাদের ফাইজার (pfizer) এবং ইংল্যান্ড এস্ট্রাজেনেকা (AstraZeneka) ভ্যাক্সিনকেই খোলা বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে।
তবে খোলা বাজারে ছাড়া হলেও এইমুহূর্তেই ওষুধের দোকানে মিলবে না এই দুই ভ্যাক্সিন। বরং সেগুলি পাওয়া যাবে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকে। ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থার থেকে এবার সরাসরি টিকা কিনতে পারবে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলি। যদিও টিকা এবং টিকার শংসাপত্র নিতে গেলে গ্রহীতাকে কো-উইন (Co-win) ওয়েবসাইটেই রেজিস্টার করতে হবে বলেই জানিয়েছে ডিসিজিআই। তবে খোলা বাজারে এই ভ্যাক্সিনগুলির দাম কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।