ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দৈনিক করোনা সংক্রমণ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দৈনিক মৃত্যুহার এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। এমন অবস্থায় সব ধরনের ব্যবস্থাপনা ভেঙে পড়ার আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল। রোজদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই তিন লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। এমন ধারা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ৪ লক্ষের গণ্ডি টপকে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা মহল।
শুক্রবার করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের। এই মুহূর্তে মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ভারত। সারাদেশে এই মুহূর্তে ২৪ লক্ষের বেশি করোনার সক্রিয় রোগী রয়েছেন। এখনো পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৪২০ জনকে।
এদিকে করোনার বাড়বাড়ন্তে দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ২৫ জন কোভিড রোগীর মৃত্যুর পর হাসপাতালের তরফে অক্সিজেন পাঠানোর আর্জি জানানো হয়েছে। হাসপাতালের তরফে আজ সকালে জানানো হয়েছে আর মাত্র দু ঘন্টার মতো অক্সিজেন পরিষেবা রয়েছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ভেন্টিলেটার ও বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না। অক্সিজেন মোকাবিলায় বায়ুসেনাকে কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যেই অক্সিজেন ট্যাঙ্কার বহনের কাজ শুরু করেছে ভারতীয় বায়ুসেনা বলে খবর।