করোনার সংক্রমণ যখন চূড়ায় অর্থাৎ গত বছরের লকডাউনকালেও যা হয়নি, তা হল দ্বিতীয় ঢেউয়ে। রীতিমতো রেকর্ড গড়লো দেশে দৈনিক সংক্রমণের হার। এই প্রথম ভারতে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল এক লক্ষের বেশি!
আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সকাল আটটা পর্যন্ত পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১২,৫৮৯,০৬৭ তে। গত চব্বিশ ঘন্টায় মোট ১,০৩,৫৫৮ জন দেশবাসী করোনা সংক্রামিত হয়েছেন।
এর আগে পর্যন্ত রেকর্ড ছিল ১৬ই সেপ্টেম্বর ২০২০ সালের দৈনিক আক্রান্তের সংখ্যা। তার পূর্বের ক'দিন ব্যপক হারে সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১৬ই সেপ্টেম্বর তা ছিল ৯৭,৮৯৪ জন। তার পর থেকেই নিম্নমুখী হয়েও আবার এখন আগের চেয়েও ভয়াবহ আকার নিয়েছে। তবে টীকা প্রয়োগের ফলে দৈনিক সুস্থতার হার আগের চেয়ে অনেক বেশি এবং মৃত্যুর হারও কমেছে অনেকটাই। গত চব্বিশ ঘণ্টায় করোনায় ৪৭৮ জন মারা গেছেন, সুস্থ হয়ছেন ৫২,৮৪৭ জন। শুরু থেকে এখনো পর্যন্ত মোট মৃত্যু ১৬৫,১০১ জনের। প্রসঙ্গত উল্লেখ্য, দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে ছাপিয়ে ইতিমধ্যেই বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভারত।