পালন করেনি পরিবেশ বিধি এবং এই কারণে পতঞ্জলি পেওয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। জানা গিয়েছে তাদের আগামী ১৫ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ওই টাকা জমা দেওয়ার জন্য। গত ৩ ফেব্রুয়ারি চিঠিতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর চেয়ারম্যান শিবদাস মিনা তাদের জানিয়েছেন, পতঞ্জলি প্রাইভেট লিমিটেড প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার নিয়মের ৯ নম্বর ধারা ভঙ্গ করেছে।
ওই নিয়মে বলা আছে, যদি নিজেদের পণ্যের তৈরির কারণে কোনোপ্লাস্টিক বর্জ্য তৈরি করা হয় তাহলে তা সংগ্রহ করার একটি প্রক্রিয়া নিজেদেরকে গড়ে তুলতে হবে। তার সাথে চিঠিতে উল্লেখ করা হয়, গত আগস্ট এবং ফেব্রুয়ারি মাসে পতঞ্জলিকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেই সময় তাদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। তারপরে বিষয়টি গিয়ে পৌঁছায় ন্যাশনাল গ্রীন ট্রিবুনালে।
সেপ্টেম্বরে, ন্যাশনাল গ্রীন ট্রিবুনাল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলে। সেই অনুযায়ী অক্টোবর মাসে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো আবেদন তাদের তরফ থেকে জমা পড়েনি। অন্যদিকে পতঞ্জলি জনসংযোগ আধিকারিক এসকে তিজরিওয়ালা জানিয়েছেন, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর চিঠি হাতে এসেছে এবং তারা প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছেন বর্তমানে।