জম্মু কাশ্মীরে এইবার জমি কিনতে পারবেন দেশের যেকোনো নাগরিক। আগে শুধু জম্মু কাশ্মীরের নাগরিকরাই জমি কেনার সুযোগ পেতেন। ৩৭০ ধারা বিলুপ্ত করার পর থেকেই জমি আইনের এই বদল আশঙ্কা করছিলেন অনেকেই। মঙ্গলবার কেন্দ্রের পক্ষে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, J&K Land revenue act 1996 এর বদল ঘটানো হচ্ছে। আর এই বদলের ফলে শুধু জম্মু কাশ্মীর নয়, সারা দেশের মানুষ ভূস্বর্গে জমি কেনার সুযোগ পাবেন। ফলে সারা দেশের অন্য রাজ্য কিংবা কেন্দ্র শাসিত অঞ্চলে জমি কেনা বেচার যা নিয়ম সেটাই বলবৎ হলো জম্মু কাশ্মীরে।
৩৭০ ধারা তুলে নেওয়ার সময়ই জম্মু কাশ্মীরে জমি কিনতে উৎসাহ প্রকাশ করেছিলেন অনেকে। এইদিন কেন্দ্রের এই নির্দেশিকার ফলে শিল্পপতি থেকে সাধারণ মানুষ সকলের কাছেই ভূস্বর্গকে নিজের নামে করার সুযোগ হয়ে গেলো। যদিও চাষের জমি কিনতে পারবেন না অন্য রাজ্যের মানুষ। তবে জম্মু কাশ্মীরের রাজনীতি উত্তাল এই সিদ্ধান্তে। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা থেকে শুরু করে পিডিপির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি সকলেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।