৫০ দিন পেরিয়ে যাওয়ার পরও একটুও কমেনি কৃষক আন্দোলনের তেজ। আগামী ২৬ শে জানুয়ারি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে ট্রাক্টর মিছিল করার জন্য রাজধানীর বুকে ইতিমধ্যেই জড়ো হয়েছে কয়েক লক্ষ ট্রাক্টর। কৃষক আন্দোলন কে যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে তদন্তে এবার সরাসরি এনআইএকে কাজে লাগালো কেন্দ্র। আর মদতদাতার বদলে শুরুতেই আন্দোলনকারী কৃষক সংগঠন লোক ভালাই ইনসাফ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান বলদেব সিং বিরসাকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তলব করল এনআইএ।
আন্দোলনকারী কৃষকদের সঙ্গে গুরপতওয়ান্ত সিং পান্নুর আমেরিকার 'শিখস ফর জাস্টিস' দলের যোগ আছে, এমনি তোপ দেগেছে এনআইএ এরং এই মর্মে ১০ জন কৃষক নেতাকে পাঠানো হয়েছে নোটিশ। বলদেব সহ অভিযোগ অস্বীকার করেছেন কৃষক সংগঠন প্রধানেরা। এভাবে আন্দোলন শিথিল হবে না এবং জনগনকে অন্যমনস্কও করা যাবেনা বলেও সতর্ক করেছে কৃষকরা। আগামী ২৬ তারিখের কিসান প্যারেডও ভয় দেখিয়ে আটকানো যাবেনা, বলেন বলদেব। প্রাক্তন বিজেপি জোটসঙ্গী আকালি দলের কটাক্ষের নিশানাতেও পড়েছে কেন্দ্রীয় সরকার। তাদের প্রধান সুখবীর সিং বাদল বলেন আলোচনায় সমাধা করতে ব্যর্থ হয়ে অবশেষে ভয় দেখানোর রাস্তায় হাঁটছে কেন্দ্র।