বাংলাদেশ ভারত সীমান্তের গরু পাচার চক্র বরাবরই খবরের শিরোনামে থাকে। কিন্তু সংবাদসংস্থা PTI এই পাচার চক্রে BSF এর সরাসরি যোগের কথা জানিয়েছে সিবিআই কে। সীমান্তে গরু পাচারের বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। তাতে বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ডান্ট এনামূল হকের সাথে নাম আছে আনারুল শেখ এবং মহম্মদ গোলাম মুস্তাফার।
জানা যাচ্ছে সীমান্তে পাচার করতে গিয়ে ধরা পড়া গরুগুলোকে নিজের আওতায় নিতেন এনামূল হক। তারপর খাতায় কলমে গরু গুলির সাইজ এবং ওজন কমিয়ে বাছুরের দামে নিলাম আয়োজন করতো শুল্ক দপ্তর। আর এখানে গরুগুলোকে বাছুরের দামে কিনতো এনামূলের দুই সহযোগী আনারুল এবং গোলাম মুস্তাফা। আর সেখান থেকে ঘুষ পেতেন বিএসএফ এবং শুল্ক দপ্তরের আধিকারিকরা।
মালদহ - মুর্শিদাবাদের এই ঘটনা সামনে আসতেই সরাসরি তৃণমূলকে বিঁধেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তৃণমূলের নির্বাচনী প্রচারের অধিকাংশ টাকা গরু পাচার থেকেই আসে অভিযোগ করে তিনি বলেছেন এই পুরো ঘটনা যে রাজ্য সরকারের চোখ এড়িয়ে হয়েছে তেমন নয়।