সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন (Budget Session) শুরু হতে চলেছে। উভয় কক্ষের যৌথ সভায় (Joint Sitting) রাষ্ট্রপতি (President) রাম নাথ কোবিন্দের (Ram Nath Kovind) ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) সোমবার অর্থনৈতিক সমীক্ষা ২০২১-২২ (Economic Survey) এবং মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ করবেন। বাজেট অধিবেশনের প্রথম অংশ ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরে, অধিবেশন ১৪ মার্চ পুনরায় শুরু হবে এবং ৮ এপ্রিল শেষ হবে। অধিবেশনের প্রথম অংশে ১০টি এবং দ্বিতীয় অংশে ১৯টি বৈঠক হবে। কোভিড-১৯ মহামারীর কারণে অধিবেশন চলাকালীন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সদস্যদের উভয় কক্ষে বসানো হবে। উচ্চকক্ষের অধিবেশন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, নিম্নকক্ষ বসবে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বাজেট অধিবেশন চলাকালীন, বিরোধী দলগুলি পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) সমস্যা, কৃষকদের সমস্যা এবং চীনের সাথে সীমান্ত দ্বন্দ্ব জনিত সমস্যাগুলি উত্থাপন করতে পারে। পেগাসাস ইস্যুটি গত বছর পার্লামেন্টের (Parliament) বাদল অধিবেশনেও (Monsoon Session) কেন্দ্রীয় বিষয় ছিল। সূত্রের খবর, বাজেট অধিবেশনে পেগাসাস ইস্যু নিয়ে আলোচনায় রাজি হওয়ার সম্ভাবনা নেই সরকারের। ২ ফেব্রুয়ারী থেকে ৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত ২৭টি বৈঠকে প্রতিদিন পাঁচ ঘন্টা সহ রাজ্যসভার বিভিন্ন বিষয় আলোচনার জন্য মোট ১৩৫ ঘন্টা বসার সময় পাওয়া যায়। ২০২০ সালের বাজেট অধিবেশন আটটি বৈঠকে কমানো হলেও, ২০২১ সালের বাজেট অধিবেশন দশটি বৈঠকে সংক্ষিপ্ত করার চিন্তাভাবনা চলছে।