করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের মাঝে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) রোগ। এতদিন ধরে এই রোগের প্রতিরোধক ইনজেকশন আম্ফটেরিসিন বি (Amphotericine-B) প্রয়োগ করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত রোগীদের অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন দেওয়ার পর ২৭ জুনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এই ঘটনাটি ঘটে শনিবার। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অন্তর্গত সাগরের বুন্দেলখন্ড মেডিকেল কলেজে ২৭ জন অসুস্থ হয়ে পড়েন। তারপর রবিবার আরও ৫০ জনকে ওই ইনজেকশন দেওয়া হলে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। এটি ঘটেছে মধ্যপ্রদেশের নেতাজি সুভাষচন্দ্র মেডিকেল কলেজে। এরপর মোট ৭৭ জনের ইনজেকশন দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ায় এই ওষুধ প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও বর্তমানে রোগীদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা চিকিৎসার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করেছে। এবার থেকে করণা চিকিৎসার জন্য আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন ওষুধ ব্যবহার করা যাবে না। এছাড়া জানানো হয়েছে যে মৃদু উপসর্গ বা উপসর্গহীন রোগীদের কোন ওষুধ সেবন করার প্রয়োজন নেই। পাশাপাশি মাল্টিভিটামিন, জিংক ট্যাবলেট এসব মুঠো মুঠো খাওয়া চলবে না। বরং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সোশ্যাল দূরত্ব বজায় রাখার ওপর জোর দিতে হবে। এছাড়া দৈনন্দিন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে।