২৩ নভেম্বর, ২০২৪
দেশ

২০১৯-২০ অর্থবর্ষের ধনীতম রাজনৈতিক দল বিজেপি, দ্বিতীয় কে?

মোট সম্পত্তির বহরে বাকি দলগুলির তুলনায় আলোকবর্ষ এগিয়ে বিজেপি
Money india rupees Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৮:০৭

দলীয় সম্পদের দৌড়ে ভারতের বাকি রাজনৈতিক দলগুলির থেকে অনেকটাই এগিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি (BJP), সেবিষয়ে প্রমান মিলেছে একাধিকবার। অ্যাসোসিয়েশান অফ ডেমোক্র্যাটিক রিফর্ম (Association of Democratic Reform) প্রকাশিত তালিকাতেও তার নড়নচড়ন হল না। ২০১৯-২০ সালে দলীয় সম্পত্তির পরিমাণে বাকি রাজনৈতিক দলগুলির থেকে অনেকটাই এগিয়ে থাকল বিজেপি। তবে দ্বিতীয় কে হল?

না! কংগ্রেস (Congress) নয়। বরং দ্বিতীয় ধনীতম দল হিসাবে তালিকায় উঠে এসেছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (BSP) নাম। ঠিক তার পিছনেই অবশ্য রয়েছে কংগ্রেস। তবে বাকি দলগুলি সম্পত্তির পরিমাণে বিজেপির কাছে নিতান্তই শিশু।

এডিআর-এর (ADR) প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া ৪,৮৪৭.৭৮ কোটি টাকা। সেখানে দ্বিতীয় স্থানে থাকা বিএসপি-র মোট সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। ২০১৯-২০তে কংগ্রেসের মোট সম্পত্তি ৫৮৮.১৬ কোটি টাকা। তালিকায় উঠে এসেছে মোট সাতটি সর্বভারতীয় এবং ৪৪ টি আঞ্চলিক রাজনৈতিক দলের মোট সম্পত্তির পরিসংখ্যান। দেখা গিয়েছে, ৭ টি সর্বভারতীয় দলের মোট সম্পত্তির পরিমাণ ৬,৯৮৮.৫৭ কোটি টাকা। অন্যদিকে ৪৪ টি আঞ্চলিক রাজনৈতিক দলের মোট সম্পদের পরিমাণ ২,১২৯.৩৮ কোটি টাকা। উল্লেখ্য, বিজেপির সম্পত্তির পরিমাণ ৪৪ টি আঞ্চলিক দলের মোট সম্পত্তির দ্বিগুণেরও বেশি।

সাতটি সর্বভারতীয় রাজনৈতিক দলের মোট সম্পদের মধ্যে বিজেপির সংগ্রহেই রয়েছে মোটের ৬৯.৩৭ শতাংশ, যেখানে বহুজন সমাজ পার্টির সংগ্রহে রয়েছে মোট সম্পত্তির ৯.৯ শতাংশ এবং কংগ্রেসের সংগ্রহে রয়েছে ৮.৪২ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, ৪৪ টি আঞ্চলিক দলের মধ্যে প্রথম ১০ টি দলের কাছেই রয়েছে ২,০২৮.৭১৫ কোটি টাকা যা আঞ্চলিক দলগুলির মোট সম্পদের ৯৫.২৭ শতাংশ। ২০১৯-২০ অর্থবর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে সবথেকে বেশি সম্পত্তির মালিক সমাজবাদী পার্টি (SP)। তাদের মোট সম্পত্তির আর্থিক পরিমাণ ৫৬৩.৪৭ কোটি টাকা (যা মোট সম্পদের ২৬.৪৬ শতাংশ)। দ্বিতীয় ধনীতম আঞ্চলিক দলটি হল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS) (মোট সম্পত্তি ৩০১.৪৭ কোটি টাকা) এবং তৃতীয় স্থানে রয়েছে এআইএডিএমকে (AIDMK) (মোট সম্পত্তি ২৬৭.৬১ কোটি টাকা)।

সর্বভারতীয় দলগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সিপিআইএম (CPIM(M)) (মোট সম্পত্তি ৫৬৯.৫১ কোটি টাকা)। পঞ্চম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) (২৪৭.৭৮ কোটি টাকা)। ষষ্ঠ এবং শেষ স্থানে রয়েছে যথাক্রমে সিপিআই (CPI) (২৯.৭৮ কোটি টাকা) এবং এনসিপি (NCP) (৮.২০ কোটি টাকা)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১৩ জানুয়ারি

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদন মিত্রকে দেখছেন

Madan mitra white
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
২০ আগস্ট

যাদবপুর-সহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও, কোনও উত্তর দেননি ডায়মন্ডহারবারের সাংসদ

Abhisekh White sit boom
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
১ আগস্ট

আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা

Nusrat bold
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture