লাফিয়ে বাড়ছে করোনাক্রান্তের (Corona) সংখ্যা। দ্বিতীয় ঢেউ না সামলাতেই আবার নাকি আসছে তৃতীয় ঢেউ! ভ্যাকসিন নিয়ে টানাপোড়েন, মিলছে না বেড। ঘাটতি অক্সিজেনের, কালোবাজারি শুরু ওষুধপত্রের। কীভাবে সামাল দেওয়া যাবে করোনা? লকডাউন, কারফিউ কী পারবে করোনার শৃঙ্খল ভাঙতে? এর উত্তর জানা নেই। নিজেদের পরিবার, ইচ্ছে, খুশি সব ভুলে যখন ফ্রন্টলাইন যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের ছবি ধরা পড়ছে সেই সময় উদয় হল করোনার বিরুদ্ধে লড়াইয়ের টাটকা! আশ্চর্য হচ্ছেন? স্বাভাবিক।
এই টোটকার কথা জানালেন উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং (Surendra Singh)। শুক্রবার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে ওই বিধায়ককে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। তাঁর বক্তব্য, গোমূত্র পান করলেই নাকি করোনার থেকে মিলবে মুক্তি। উল্লেখ্য, অধিকাংশ নেতারই দাওয়াই ছিল, করোনা ঠেকাতে গোমূত্র পান। সেই তালিকায় নাম জুড়লেন উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তবে তিনি ব্যতিক্রম। কারণ, তিনি শুধু গোমূত্র পানের পরামর্শ দিয়ে থেমে যাননি, কীভাবে-কখন পান করতে হবে, তাও বলে দিয়েছেন ভিডিও করে।
ওই বিধায়কের কথায়, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন। তাঁর বক্তব্য, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। দু-তিন চামচ গোমূত্র এক গ্লাস জলে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই জল পান করতে হবে। গোমূত্র পানের আধঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না। তাঁর আরও বিশ্বাস, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম। এমনকি তিনি আরও বলেন, শুধুমাত্র করোনা নয়, হৃদপিন্ডের রোগ সারাতেও গোমূত্র কাজ করে।