২৩ নভেম্বর, ২০২৪
দেশ

৪০ কোটির প্রলোভন দেখিয়ে দলে টানা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতার

অভিযোগ, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের নেতৃত্বে কমপক্ষে ছয়জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন
Girish  chodankar Bengali News
গিরিশ চোড়ণকর https://mobile.twitter.com/girishgoa
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুলাই ২০২২
শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ২২:২৭

বিজেপিতে যোগ দিলে ৪০ কোটি! এমন লোভনীয় প্রস্তাব দিয়েই দলে টানা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন গোয়া কংগ্রেসের প্রাক্তন প্রধান গিরিশ চোড়ণকর। অভিযোগ, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের নেতৃত্বে কমপক্ষে ছয়জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন এই প্রলোভনের বশবর্তী হয়ে।

তাঁর মতে, শিল্পপতি এবং কয়লা মাফিয়ারা কংগ্রেস বিধায়কদের ফোন করে উত্যক্ত করছে। জানা গিয়েছে, বিধায়করা কংগ্রেসের গোয়ার ইনচার্জ দীনেশ গুন্ডু রাওকে এই সমস্ত কথা খুলে বলেছে।

যদিও যাবতীয় অভিযোগগুলি খারিজ করে বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাভদে সংবাদমাধ্যমকে বলেন, "কংগ্রেস বিধায়কদের কাছে যাওয়ার এবং অর্থের প্রস্তাব দেওয়ার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করছে।" তাঁর সংযোজন, "এটা তারা সব সময় করেই চলেছে, এবং এই জিনিসগুলির কোনও সারমর্ম নেই। কংগ্রেসের বিভ্রান্তির সাথে গোয়া বিজেপির কোনও সম্পর্ক নেই এবং আমরা এই বিষয়ে আমাদের দলের কাছ থেকে কিছু শুনিনি।"

অন্যদিকে রাজ্য কংগ্রেস‌ও নিজেদের দলের ফাটলের খবরকে অস্বীকার করে চলেছে। তবে আজ সকালের একটি দলীয় সভা ও সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত ছিলেন। আর জেরেই সন্দেহ দ্রবীভূত হচ্ছে। পূর্বেই কংগ্রেস বিধায়ক মাইকেল লোবো নেতাদের দলবদলের গুজব অস্বীকার করে দাবি করেছিলেন, "অধিবেশনের আগে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হয়েছে।" তাঁর কথায়, "এগুলো সব গুজব। তেমন কিছুই নেই। বিধানসভা [অধিবেশন] শুরু হচ্ছে এবং একটি গুজব যা প্রতিবার‌ই কেউ না কেউ ছড়ায়। আমাকে বলা হয়নি। যদি আমাকে বলা হয়, আমি আপনাকে প্রথমে বলব।"

'জনগণের মধ্যে গুজব ও বিভ্রান্তি সৃষ্টির' জন্য বিজেপিকে দোষারোপ করে গোয়া কংগ্রেসের সভাপতি অমিত পাটকর বলেছেন, "আমাদের ১১ জন বিধায়কের মধ্যে আটজনই নতুন। আজ ফ্লোর ম্যানেজমেন্ট (হাউসে) নিয়ে একটি মিটিং ছিল। আমাদের সিনিয়র বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। নতুন বিধায়ক, এবং আমি আশাবাদী যে, সোমবার থেকে আপনারা এই ধরনের গুজব আর শুনতে পাবেন না।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc
৯ নভেম্বর

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-উত্তরপ্রদেশও, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩

earthquake seismometer
৪ নভেম্বর

গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৯৬ জন

Dengue
২৯ অক্টোবর

হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে জানান তিনি

kangana ranaut
৩০ সেপ্টেম্বর

সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

amit shah 2
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl