একেই তালিবানি আগ্রাসনের বিরুদ্ধে ধিক্কার উঠেছে বিশ্বজুড়ে। তার মাঝেই তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ‘তালিবান’ প্রসঙ্গ টেনে আনলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক। বৃহস্পতিবারই ত্রিপুরার বিজেপি বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বেলোনিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এরকম বিতর্কিত মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে এসে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে তৃণমূল কংগ্রেস, বিপ্লব দেব সরকারের উপর হামলা করছে। এরপরেই তিনি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের তৃনমূলের উপর ‘তালিবানি ভঙ্গী’তে হামলা চালাতে বলেন। তিনি আরও বলেন, ত্রিপুরা বিমানবন্দরে তৃণমূলীরা পা দেওয়া মাত্রই তাঁদের উপর হামলা চালাতে হবে। তাঁরা শেষ রক্তবিন্দু দিয়ে সরকার রক্ষা করবেন বলেও শোনা যায় বিজেপির বিধায়কের মুখ থেকে।
উল্লেখ্য, বাংলায় বিশাল ব্যবধানে জয়ের পর থেকেই বাঙালি রাজ্য ত্রিপুরা দখলের জন্য উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। বেশ কয়েকবার ত্রিপুরাতে নিজেদের প্রতিনিধি দলও পাঠিয়েছেন তাঁরা। এর মাঝেই ত্রিপুরা পুলিশের সাথে বচসায় জড়ায় তৃনমূলের প্রতিনিধি দল, যা শেষপর্যন্ত তাঁদের গ্রেফতারী অবধি গড়ায়। এমনকি, পুলিশ সুপারিন্টেনডেন্টের সাথে অভব্য আচরণের জন্য, ত্রিপুরা পুলিশ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ অন্যান্য তৃণমূল নেতা-নেত্রীদের নামে এফআইআর পর্যন্ত দায়ের করে। এর মাঝেই ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ত্রিপুরাতে আইন শৃঙ্খলার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। সেখানে গুন্ডারাজ চলছে। একই সাথে তিনি হুঁশিয়ারিও দেন, এসব করে বিজেপি কোনোদিনও তৃণমূলকে আটকাতে পারবে না। ত্রিপুরায় পরবর্তী সরকার তৃনমূলই গঠন করবে বলেই তিনি দাবী করেন বুধবারে।