দিনকয়েক আগে কানপুরের (Kanpur) সুগন্ধি ব্যবসায়ীর (Kanpur perfume trader) বাড়িতে আয়কর দফতরের (Income Tax department) হানা এবং তাঁর বাড়ি থেকে উদ্ধার করা বেআইনি ২৮৪ কোটি টাকা’কে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সমগ্র দেশ। সে সময় বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছিল, সমাজবাদী পার্টির (SP) ঘনিষ্ঠ ছিলেন সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈন। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন সমাজবাদী পার্টির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)।
এদিন কনৌজে এক সাংবাদিক বৈঠকে পীযূষের সাথে দলের সম্পর্ক অস্বীকার করে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশের মানুষের নজর ঘোরাতে শাসকদল ইচ্ছাকৃতভাবে এমন কাণ্ড ঘটিয়েছে। পাশাপাশি বিজেপি (BJP) সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, সমাজবাদী পার্টির তরফে সেরাজ্যে শুরু করা সমস্ত জনকল্যাণমূলক কাজ রুখে দিয়েছে বিজেপি সরকার। তিনি অভিযোগ করেন, কনৌজে সুগন্ধি বিক্রি, গরুর দুধ উৎপাদনস্থল-সহ একাধিক বিষয়ে রোখ লাগিয়ে দিয়েছে শাসক দল।
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির তরফে বিধান পরিষদের সদস্য পাম্পি জৈনও আজ আয়কর বিভাগের রোষের মুখে পড়েছে। অখিলেশের দাবী, আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই এমন করছে ভারতীয় জনতা পার্টি। একইসাথে নিজের দলের জনপ্রিয়তা সম্মন্ধেও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি, এমনটাই বলেন অখিলেশ যাদব।