কেন্দ্র সরকারের কৃষকদের জন্য তৈরি পিএম কিষান প্রকল্পের টাকা এতদিন ধরে পাচ্ছিল প্রায় ২০ লাখ অনুপযুক্ত উপভোক্তা। এমনটাই আজ জানিয়েছে ভারতের কৃষি মন্ত্রক। তারা জানিয়েছে ভারতে মোট পিএম কিষান প্রকল্পের আওতায় আছে ১১ কোটি উপভোক্তা। কিন্তু সম্প্রতি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, তার মধ্যে ২০ লাখ উপভোক্তা পিএম কিষান প্রকল্পের আওতায় পড়ে না কিন্তু এতদিন ধরে তারা টাকা পাচ্ছিল। এতদিনে মোট ১৩৬৪ কোটি টাকা ভুল অ্যাকাউন্টে চলে গিয়েছে।
পিএম কিষান প্রকল্প যখন শুরু হয়েছিল তখন নিয়ম ছিল যেই কৃষকের ২ হেক্টরের কম জমি আছে তারা বছরে ৬০০০ টাকা করে পাবে। কিন্তু পরে সেই নিয়ম থেকে জমির আয়তনের শর্ত সরিয়ে দেওয়া হয়। তারপর নিয়ম হয় যদি কোন কৃষক পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় বা পরিবারের কোন সদস্যের মাসিক পেনশন ১০০০০ টাকা থেকে বেশি হয়, তাহলে তারা আর এই পিএম কৃষাণ প্রকল্পের আওতায় থাকবে না। কিন্তু ঘোষণার পরও ২০২০ এর জুলাই মাস অব্দি ২০ লাখ কৃষকদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে যারা মাসিক ইনকাম ট্যাক্স সরকারকে দেয়। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০ লাখ পিএম কিষান প্রকল্পের আওতায় না পরা উপভোক্তার মধ্যে সবচেয়ে বেশি আছে পাঞ্জাব রাজ্যের (২৩%)। এছাড়াও মহারাষ্ট্রতে ১৭ শতাংশ ও আসামে ১৪ শতাংশ কৃষকদের পিএম কিষান প্রকল্প পাওয়ার কথা না।