বাংলায় বামেদের থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিলেও কেরলে ফের ফিরতে চলেছে বামেরা। দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরলে সরকার গড়তে চলেছে সিপিএমের নেতৃত্বাধীন এডিএফ জোট। ভোট গণনার সার্বিক পরিস্থিতি খতিয়ে তেমনটাই মনে করছেন একাংশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, কেরলে এলডিএফ এগিয়ে রয়েছে ৯০ টি আসনে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৬ টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে বিজেপি মাত্র ৩ টি এবং অন্যান্যরা ১ টি আসনে এগিয়ে রয়েছে। কেরলের মসনদে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ ফের বসতে চলেছে তা প্রায় নিশ্চিত বলা যায়।
তামিলনাড়ুর ক্ষেত্রে ছবিটা একটু অন্যরকম। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছিল ডিএমকে-কংগ্রেস জোট ক্ষমতায় আসতে চলেছে। তবে ট্রেন্ড অনুযায়ী এডিএমকে-বিজেপি-পিএমকে জোট সমান টক্কর দিয়ে চলেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে ডিএমকে ১৩৭ আসনে এগিয়ে আছে। এদিকে এআইডিএমকে ৯৬ আসনে এগিয়ে রয়েছে। চূড়ান্ত ফল ঘোষণার আগে নিশ্চিত রূপে বলা সম্ভব নয় বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক একাংশ।
অন্যদিকে আসাম ও পদুচেরিতে বিজেপি সরকার আসতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখনও পর্যন্ত অসমে বিজেপি ৭৭ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৪৮ টি আসনে এগিয়ে আছে। অপরদিকে পদুচেরিতে ৩০ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি আসনে এবং কংগ্রেস ৬ আসনে এগিয়ে রয়েছে।