রেকর্ড ছুঁল রান্নার গ্যাস। চার দিনের মধ্যেই ফের একবার ২৫ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। গত ডিসেম্বরে দু'দফায় ৫০ করে মোট একশো টাকা ও ফেব্রুয়ারিতে তিন দফায় (৫০-২৫-২৫ করে) আরও ১০০ টাকা এবং মার্চের পয়লা তারিখেই আরও ২৫ টাকা বেড়ে ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত মোট ২২৫ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের। এখানেই থামবে নাকি আরও বাড়বে, কোনো সদুত্তর নেই।
কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন ঘরোয়া রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়ে আজ হল ৮৪৫.৫০ টাকা। ব্যবসায়িক কাজে ব্যবহৃত ১৯কেজি সিলিন্ডারের ৯৭.৫০ টাকা বেড়ে হলো ১৬৮১.৫০ টাকা। গতদিনই 'উজ্জ্বলা যোজনা'-র কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার যাতে ১ কোটি গরীব পরিবারকে দু'বছরের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। আর এরই মাঝে আমজনতার শঙ্কা বাড়িয়ে ভর্তুকির ব্যপারে কেন্দ্র কিছুমাত্র ঘোষণা না করেই উত্তরোত্তর গ্যাসের মূল্যবৃদ্ধি, সাধ্যের সীমা ছাড়াচ্ছে দিনদিন।