করোনা প্রকোপে গোটা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন ৪ লাখের কাছাকাছি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার মানুষের পাশাপাশি এই ভাইরাসের শিকার এশীয় মহাদেশীয় ৮ টি সিংহ। জানা গিয়েছে, হায়দ্রাবাদের নেহেরু জিওলজিক্যাল পার্কের আটটি সিংহের শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর ২৪ এপ্রিল তাদের নাক, গলা এবং শ্বাসনালী থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনার পরীক্ষায় জানা গিয়েছে ওই সিংহগুলি সবাই করোনায় আক্রান্ত। এই প্রসঙ্গে চিড়িয়াখানার জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, "করোনার উপসর্গ থাকায় তাদের আরটি পিসিআর পরীক্ষা করা হয়। তাদের করোনা হয়েছে। এখন নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।"
তবে চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে, "ভয় পাওয়ার কোন দরকার নেই। যেই ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছে তাতে মৃত্যু হবে না। এই ৮ টি সিংহকে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় যত্ন নেওয়া হচ্ছে এবং চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছে তারা এবং দ্রুত সুস্থ হয়ে। পাশাপাশি চিড়িয়াখানা কর্মীদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে এবং সাধারণের জন্য চিড়িয়াখানা বন্ধ করে রাখা হয়েছে।"