করোনার (Corona) দ্বিতীয় ঢেউ ভারতবর্ষের বুকে আছড়ে পড়ার পর থেকে গোটা দেশজুড়ে সক্রিয়ভাবে চলছে টিকাকরণ (Vaccination)। ভ্যাকসিন নিয়ে নিলেই পাওয়া যাচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। কিন্তু এরমধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল টিকাকরণ সম্বন্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক গ্রামে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন না দিয়ে প্রায় ৫০ জন গ্রামবাসীকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। জানা গিয়েছে, গত ২৪ জুন উত্তরপ্রদেশ স্বাস্থ্যকর্মীদের একদল ওই গ্রামে ভ্যাকসিনেশন শিবির করে। সকলের টিকাকরণ হলেও ৫০ জনের জন্য টিকার ঘাটতি দেখা যায়। সেই সময় আশাকর্মীরা ওই ৫০ জনকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দিয়ে দেয় এবং খুব শীঘ্রই এসে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ১ মাসের বেশি হয়ে গেলেও তাঁদের এখনও টিকা দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট আধিকারিকরা তাতে কর্ণপাত করেনি।
আসলে উত্তরপ্রদেশ সরকার আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে ৫.৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাই গ্রামে গ্রামে গিয়ে শিবির করে টিকাকরণ চলছে জোরকদমে। সেই টার্গেট পূর্ণ করতে গিয়েই হয়তো ভ্যাকসিন না দিয়েই ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। যদিওবা ওই অঞ্চলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঘটনাটি অস্বীকার করে বলেছেন, "ইতিমধ্যে ৪ লাখ মানুষের টিকাকরণ হয়েছে এই অঞ্চলে। কেউ কখনও কোনো অভিযোগ জানায়নি। এটা বিশ্বাস করা খুবই কঠিন যে ভ্যাকসিন দেওয়া ছাড়াই ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে।" এছাড়া অঞ্চলের চিফ মেডিকেল অফিসার বলেছেন, "আমরা এই ঘটনা সম্পর্কে অবহিত ছিলাম না। যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে তাহলে শাস্তির মুখে পড়তে হবে স্বাস্থ্যকর্মীদের।"