নতুন বছরের শুরুতেই দেশের কৃষকদের বড়সড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের আওতায় দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকার অনুদান দেয়। আজ ১ লা জানুয়ারি, ২০২২ শনিবার পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ আর্থিক সুবিধার দশম কিস্তি প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে, ২০২২ সালের প্রথম দিনই এই যোজনার আওতায় থাকা দেশের মোট ১০ কোটি ৯ লাখ কৃষকের অ্যাকাউন্টে মোট ২০ হাজার ৯৪৬ কোটি টাকা জমা হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, "নতুন বছরের প্রথম দিনে প্রায় ২০ হাজার ৯৪৬ কোটি টাকা ১০ কোটি উপভোগকারীর কাছে হস্তান্তর করা হয়েছে। কৃষকদের দ্বিগুণ আয়ে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই পিএম কিষান কর্মসূচি চালু করা হয়েছিল।"
প্রধানমন্ত্রী কিষান নিধির প্রকল্পের আওতায় দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়। বছরের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে, দ্বিতীয় কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এবং তৃতীয় কিস্তি ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কৃষকদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং ওই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে। আজ অর্থাৎ শনিবার বছরের প্রথম দিন দশম কিস্তি প্রকাশের সময় বেশ কয়েকজন কৃষকের সাথে ভিডিও কলে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী। এই ভার্চুয়াল অনুষ্ঠানে ৯ টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও কৃষির সাথে যুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ৩৫১ টি কৃষিপণ্য উৎপাদনকারী সংস্থাকে ১৪ কোটি টাকার ইকুইটি অনুদান দিয়েছেন। অন্যদিকে কৃষিমন্ত্রকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার প্রায় ৬৫ হাজার ৮০০ কোটি টাকার বেশি জমা দিয়েছে। এখনও অব্দি যে সমস্ত কৃষকরা এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেনি তারা খুব সহজেই পিএম কিষান পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।