নতুন বছরের শুরু থেকেই দেশজুড়ে কোভিড যোদ্ধাদের জন্য করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ঠিক কিছুদিন আগে করণায় আক্রান্ত হলেন দুই ডাক্তার। জানা গিয়েছে, একজন ডাক্তার তার প্রথম করোনা ভ্যাকসিন ডোজ নিয়েছিলেন ১৯ জানুয়ারি এবং তার ঠিক ২৪ দিন বাদে ১২ ফেব্রুয়ারি তিনি করোনা আক্রান্ত হন। অন্যদিকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স থেকে আগামী ২২ জানুয়ারি নেওয়ার পর ঠিক ২০ দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি আরেকজন ডাক্তার করোনা আক্রান্ত হন। তারা দুজনেই কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন। এই ভ্যাকসিন একবার নেওয়ার পর ২৮ দিন বাদে দ্বিতীয় ডোজ নিতে হয়। কিন্তু দুজন ডাক্তার তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ঠিক কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে যায়।
ইতিমধ্যেই জানা গিয়েছে যে ওই দু'জন ডাক্তারের মধ্যে একজন তার ক্লিনিকে এর মাঝে অনেক রোগী দেখেছে এবং অন্য আরেকজন নন কোভিড রোগীদের চিকিৎসা করেছে। তবে দুজনেই জানিয়েছে যে তারা প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও আগের মতোই সাবধানতা অবলম্বন করে রোগী দেখেছে। তারা রোগী দেখার সময় সর্বদা N-95 মাস্ক পড়েছিল এবং সময় সময়ে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করেছে। সেক্ষেত্রে তাদের থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম বলা যেতে পারে।