গত সোমবার থেকে বারংবার খবরের শিরোনামে আসছে গঙ্গাবক্ষে মৃতদেহ ভেসে আসার চিত্র। সোমবার বিহারে (Bihar) এবং গতকাল উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপর আবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পান্না জেলার রুঞ্জ নদীতে দুটি মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। করোনা (Corona) পরিস্থিতিতে নদীর মধ্যে এরকম মৃতদেহ ভাসতে দেখে রীতিমতো উদ্বেগে পড়েছে নদী তীরবর্তী এলাকাবাসীরা। আসলে অনেকেই নদীর জল পানীয় হিসেবে নিজের বাড়িতে রাখে। সেই নদীতে মৃতদেহ ভাসলে গ্রামের পর গ্রাম সংক্রমণ উজাড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রশাসন দাবি করেছে, "মধ্যপ্রদেশের যে দুটি মৃতদেহ পাওয়া গেছে তাদের সাথে করোনাভাইরাসের কোন সম্পর্ক নেই। দুই জনের মৃত্যুর কারণ অন্য।"
এই ঘটনা প্রসঙ্গে পান্নার ডিসট্রিক্ট কালেক্টর জানিয়েছেন, "পাঁচ ছয় নয়, নদী থেকে দুটি দেহের খোঁজ মিলেছে। তাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত ছিলেন না। একজনের মৃত্যু হয়েছিল ক্যান্সার আক্রান্ত হয়ে। অন্যজনে বয়স প্রায় ৯৫ বছর। বয়সজনিত কারণে তার মৃত্যু হয়েছে। দুজনের বাড়ি নন্দনপুর গ্রামে। ওই গ্রামের নিয়ম অনুযায়ী দেহ দাহ না করে সংস্কার মেনে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।" তবে বর্তমানে ওই দুটি দেহ উদ্ধার করে কবর দেওয়া হয়েছে।