বঙ্গ রাজনীতি বেশ কিছুদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে বিভিন্ন ভুয়ো ব্যক্তিদের প্রতারণার ঘটনা ঘিরে। বারংবার গেরুয়া শিবির শাসক শিবিরকে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেছে। তবে এবার দুই বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে ভুয়ো জঙ্গি হানা সাজানোর অভিযোগ উঠেছে কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায়। মিথ্যা হামলা সাজানোর জন্য ইতিমধ্যেই তাঁদের দুইজন অর্থাৎ দলের জেলা মুখপাত্র বশরত আহমেদ ও আইটি সেলের প্রধান ইসফাক আহমেদ মিরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকদেরও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জুলাই ইসফাক অভিযোগ জানিয়েছিলেন যে কুপওয়াড়ার গুলগামে তাঁরা ত্রাণ বন্টন করতে গিয়ে জঙ্গী হামলার মুখোমুখি হয়। এমনকি জঙ্গিদের একটি গুলি তাঁর পায়ে এসে লাগে। তবে পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে জানিয়েছিল সেদিন কোনো জঙ্গী হামলা হয়নি ওখানে। বরং ইসফাকের নিরাপত্তা আধিকারিকের বন্দুক থেকে দূর্ঘটনাবশত গুলি ছুটে গিয়েছিল। তারপর জঙ্গী হামলা সন্দেহে অন্যান্য নিরাপত্তারক্ষীরা গুলি চালাতে শুরু করে দিয়েছিলেন।
কিন্তু গোটা ঘটনাক্রম তদন্তকারী পুলিশ ঠিক মেলাতে পারছিল না। অবশেষে সামনে আসে আসল সত্য। জানা যায়, ইসফাক ও বশরত ইচ্ছা করে ভুয়ো হামলা হওয়ার ঘটনাক্রম সাজিয়েছিলেন তাঁদের নিরাপত্তারক্ষীদের সাহায্যে। তবে প্রশ্ন উঠছে, ভুয়ো জঙ্গী হামলা সাজানোর পিছনে ওই দুই বিজেপি নেতার কি উদ্দেশ্য ছিল? এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, "ওই দুই নেতা নিজেদের নিরাপত্তা আরও খানিক বাড়ানোর জন্য এই পরিকল্পনা করেছিলেন।" অভিযুক্তদের গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে সেখানে তাঁদের ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।