এবার ঘটনাস্থল আসামের গুয়াহাটি মেডিক্যাল কলেজ। চব্বিশ ঘণ্টার মধ্যে পরপর বারো জন কোভিড রোগীর মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল। রাতে হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেননা, তাই কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল বারো জন কোভিড রোগীর। হাসপাতালের গাফিলতিতেই এই ঘটনা, দাবি রোগীর পরিজনদের। যদিও মেডিকেল কলেজের সুপার অভিজিৎ শর্মা রোগীদের মৃত্যুর জন্য তাদের শারীরিক অবস্থাকেই দায়ী করেছেন।
তিনি স্পষ্ট জানান, এই মৃত বারো জন রোগীর মধ্যে ৯ জনই আইসিইউতে ভর্তি ছিলেন। এদের প্রত্যেকেরই অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নীচে ছিল। এদের শরীরে অন্য রোগেরও উপসর্গ ছিল এবং হাসপাতালে ভর্তি করানোর সময় থেকেই তাদের শারীরিক অবস্থা একেবারেই খারাপ। এনাদের প্রত্যেককেই অক্সিজেন সাপোর্টে রেখেও তার মাত্রা বাড়ানো যায়নি। তাই রোগীর মৃত্যুর জন্য তার শারীরিক অবস্থাই দায়ী, মন্তব্য সুপারের। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এদের কারোরই ভ্যাকসিন নেওয়া ছিল না।
আসামের স্বাস্থ্যমন্ত্রী কেশব মোহান্ত ওই হাসপাতালে যান এবং চিকিৎসক ও আধিকারিকদের সাথে কথা বলেন। যদিও রোগীদের পরিবারের অভিযোগ নিয়ে বিশেষ মুখ খোলেননি তিঁনিও।