২৬৪ নির্বাচনী ভোট দখলে, ম্যাজিক ফিগারের দিকেই এগোচ্ছেন বাইডেন।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/11/2020   শেষ আপডেট: 05/11/2020 6:02 a.m.
-

ট্রাম্প জমানা অবসানের মুখে। আর কিছু ঘন্টার মধ্যেই চূড়ান্ত ফলাফল

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? এখনও চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি। কারণ প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও এখনও শেষ হয়নি ভোট গণনা। তবে ছবিটা হয়তো এখনই স্পষ্ট সবার কাছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রবণতায় কার্যত সমানে সমানে টক্কর চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতেছেন উইসকনসিন, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে। এমনকী হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়েসের মতো রাজ্যেও ডেমোক্র্যাটদের জয় হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যত দূর ভোট গণনা হয়েছে তাতে নতুন রেকর্ড তৈরি করে ফেলেছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ "পপুলার ভোট" এখন তাঁর ঝুলিতে। এ ক্ষেত্রে তিনি ২০০৮ সালে বারাক ওবামার প্রাপ্ত ভোটকেও ছাপিয়ে গিয়েছেন।

প্রতিপক্ষ রিপাবলিকানরা জিতেছেন সাউথ ক্যারোলিনা, আলাবামা, নর্থ ডাকোটা, আরকানসাস, টেনিসি, ওয়েস্ট ভার্জিনিয়া ওকলাহামা, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে। আইওয়ার ৩টি নির্বাচনী ভোটও গিয়েছে ট্রাম্পের পক্ষে। যদিও এ দিন ফল ঘোষণা শুরুর দিকে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘সারা দেশেই সত্যিই খুব ভাল ভাবে এগোচ্ছি। সবাইকে ধন্যবাদ’।

এইমুহুর্তে গণনা অনুযায়ী ২৬৪-২১৪ ব্যবধানে অনেকটাই এগিয়ে জো বাইডেন। আর এইসবের মধ্যে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং অনেক জায়গাতেই নির্ধারিত সময়ের পরেও ভোট নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ডেমোক্র্যাটদের সমর্থক ওই ভোটাররা। মিশিগানে ভোটদান প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে আদালতেও গিয়েছে তাঁর নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা।

ট্রাম্প নাকি বাইডেন? পরের চার বছরের জন্য কাকে বেছে নিচ্ছে আমেরিকা? এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা।