Russia Ukraine War: অগস্ত্য যাত্রা! মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন, কিন্তু ফেরা হল না মা-মেয়ের
মা অসুস্থ, পর্যাপ্ত ওষুধ নেই, মেয়ে আর দেশের বাইরে থাকতে পারেননি, ফিরে এসেই মা-মেয়ের করুণ পরিণতি
অসুস্থ মাকে দেখার জন্য যুদ্ধদীর্ণ দেশে ফিরেছিলেন। মাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন ওষুধ কিনতে। কিন্তু সেই যাত্রাই যে 'অগস্ত্য যাত্রায়' পরিণত হবে কে তা জানত!
সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ঘটনা ভাইরাল হয়েছে। ভেলেরি নামক একজন ইউক্রেনের (Ukraine) বছর ৩১-র মহিলা নিজের অসুস্থ মায়ের দেখভালের জন্য দেশে ফিরেছিলেন। মাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন ওষুধ কিনতে। আর পরিণাম ভয়াবহ। রুশ সেনার অতর্কিত আক্রমণে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কেবল ভেলেরি নন, সেই সময় গাড়িতে ছিলেন তাঁর মা এবং গাড়ির ড্রাইভার। তিনজনেরই মৃত্যু হয়েছে।
ভেলেরি ছিলেন একজন প্রশিক্ষণরত ওষুধবিশেষজ্ঞ। ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি দেখে এবং মায়ের অসুস্থতার খবর শুনে আর বাইরে থাকতে পারেননি। আর মায়ের ওষুধ শেষ শুনেই অস্থির হয়ে পড়েন। এরপর বহু সমস্যার মুখোমুখি হয়েও তিনি মায়ের কাছে পৌঁছান। তাঁরা ইউক্রেনের পশ্চিমাঞ্চল সীমান্ত প্রদেশ দিয়ে ওষুধের খোঁজে বেরিয়েছিলেন। আর তখনই রুশ বাহিনীর আচমকা হামলা। আর সেখানেই সব শেষ। গোটা ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া। মায়ের সঙ্গে এমন দরদী মেয়ের মৃত্যুতে শোক ধরে রাখতে পারেননি অনেকেই।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) সংস্থার প্রধান সামান্থা পাওয়ার (Samantha Power) ভেলেরির এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এই সংস্থার হয়ে কাজ করতেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "আমি গভীর দুঃখের সঙ্গে ভেলেরির মৃত্যুর খবর জানাচ্ছি। ভেলেরি একজন সাহসী ইউক্রেনীয়। আমাদের সংস্থার জন্য ওর অবদান ভোলার নয়। তাঁর ৩২ তম জন্মদিন রাশিয়ান সেনার হাতে শেষ হয়ে গেল।"
এদিকে রাশিয়া-ইউক্রেন সংকটের এখনও কোন সমঝোতার জায়গায় পৌঁছায়নি। দুই দেশের বহু সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে। আর তার মধ্যেই এমনই শোকাহত ঘটনা সামাজিক মাধ্যমে শোকের ঝড় তুলেছে।