ইজরায়েলে দীর্ঘ ১২ বছরের নেতানিয়াহু যুগের অবসান, এবার এল জোট সরকার
রবিবার ইজরায়েলে নয়া জোট সরকারের অনুমোদন দিল পার্লামেন্ট
ইজরায়েলে ( Israel) বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) যুগের অবসান ঘটল রবিবার। দীর্ঘ ১২ বছরের দায়িত্ব শেষ করে ইজরায়েলের পার্লামেন্টে এল এবার জোট সরকার। রবিবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন উগ্র জাতীয়তাবাদী দলের নেতা নাফতালি বেনেট।
সম্প্রতি ইজরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা টালবাহানা তৈরি হয়। রবিবার ১২০ আসনের পার্লামেন্টে ৬০ ভোটে জিতে আট দলের জোট সরকার গঠনের অনুমোদন পায়। অপর দিকে বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে যায় ৫৯ ভোট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেট।
ইজরায়েলের ইতিহাসে বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘ দিনের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর শাসনকালে নানা বিতর্কের পরিবেশ তৈরি হয়েছিল। সম্প্রতি গাজা ভূখণ্ডে প্যালেস্তাইনিদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। টানা ১১ দিন প্যালেস্তাইনিদের উপর অত্যাচারের ঘটনায় দেশে বেঞ্জামিন বিরোধী হাওয়া বইতে শুরু করে। একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ এবং তাঁর সরকারের কয়েক জন জোট সরকারের পক্ষে চলে যায়। ফলে ইজরায়েলের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা তৈরি হয়। এমন অবস্থায় ১২ বছর পর জোট সরকার ক্ষমতা দখল করল বলে সূত্রের খবর।
জোট সরকারের পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ইয়ামিনা দলের নেতা নাফতালি বেনেট। তবে চুক্তি অনুযায়ী ৪ বছরের সরকারে প্রথম ২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নাফতালি বেনেট। আর শেষ ২ বছর ইয়েস আজিজের নেতা ইয়ার লাপিদ।