শীঘ্রই আফগানিস্তানে লাগু হবে নতুন পাসপোর্ট, নতুন জাতীয় পরিচয়পত্র, জানাল তালিবান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/09/2021   শেষ আপডেট: 26/09/2021 8:06 p.m.
twitter.com/FarzadLami/

বায়োমেট্রিক বিনা মিলছে না পরিচয়পত্র

শনিবার তালিবান সরকার ঘোষণা করল, আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টে এবার হতে চলেছে আমুল পরিবর্তন। এবার থেকে সেগুলিতে ‘আফগানিস্তান’ নামের বদলে ঠাঁই পেতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান

তালিবান সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগের ডেপুটি মন্ত্রী এবং তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবারে একটি আফগানি সংবাদ সংস্থাকে জানান, খুব শীঘ্রই দেশের সমস্ত নথিপত্রে আফগানিস্তান নামের জায়গায় বসতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। তবে আপাতত সে দেশের পাসপোর্ট এবং পরিচয়পত্র বৈধ থাকছে বলেই জানান তিনি।

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান কব্জা জমানোর পর থেকেই সে দেশের পাসপোর্ট এবং পরিচয়পত্র (এনআইডি) বিভাগ বন্ধ রয়েছে। কেবলমাত্র যারা বায়োমেট্রিক করাচ্ছেন, তাঁদের কপালেই জুটছে সে দেশের পরিচয়পত্র।