সুপার স্প্রেডার করোনার নয়া স্টেন, ভয় বেশি কমবয়েসিদের
২০বছর বয়সের কম ব্যক্তিরাই নতুন ভাইরাস সংস্করণের দ্বারা বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে : সমীক্ষার রিপোর্ট
একদিকে করোনা আর অন্যদিকে সুপার স্প্রেডার হিসেবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের নবতম ব্রিটিশ সংস্করণ।
করোনার নয়া স্ট্রেন নিয়ে সম্প্রতি সমীক্ষা চালায় ইম্পিরিয়াল কলেজ অফ লন্ডন, এডিনবরা বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড জনস্বাস্থ্য বিভাগ, ওয়েলকাম স্যাঞ্জার ইনস্টিটিউট, বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয় এবং Covid-19 জেনোমিক্স ইউকে কনসর্টিয়াম-এর যৌথ দল। আর এই সমীক্ষার রিপোর্টই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বত্র।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, এই গবেষণাপত্রে মন্তব্য করা হয়েছে, "সমস্ত গবেষক সংস্থা সহমত হয়েছে যে, নতুন সংস্করণের ভাইরাসের (ভিওসি) বর্ধিত হারে সংক্রমণের প্রবণতা রয়েছে।"
এছাড়াও গবেষকরা মনে করছেন, "নতুন ভাইরাসটির প্রজননের বর্তমান হার ১.৪ থেকে ১.৮ এর মধ্যে। প্রচলিত ভাইরাস সংস্করণের প্রজননের হারের চেয়ে ০.৪ থেকে ০.৭ গুণ বেশি নতুন ভাইরাসের। এছাড়াও ২০বছর বয়সের কম ব্যক্তিরাই নতুন ভাইরাস সংস্করণের দ্বারা বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছেন।"
কাজেই, এই তথ্যে ফের উদ্বিগ্ন দেশবাসী। এক গবেষক এরিক ভল্জ-এর মতে, "ভাইরাসের বিবর্তনের জেরে জাতীয় স্বাস্থ্য কর্মসূচি পুনঃনির্ধারণের এমন উদাহরণ সচরাচর দেখা যায় না।" ইতিমধ্যেই এই গবেষণার ফলাফল ব্রিটিশ সরকারকে জানানো হয়েছে।