মস্কো ও কিভের মধ্যে মধ্যস্থতা করতে পারে ভারত, ভারত সফরে এসে ইঙ্গিত দিলেন রুশ বিদেশমন্ত্রী
দুই দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ
রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক মহলে চরম ব্যস্ততা। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergey Lavrov) একটি বৈঠক করেন। গত শুক্রবার সরকারি সফরে ভারতে এসে রাশিয়ার বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী-সহ অনেক শীর্ষনেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই বৈঠকের বিষয়ে ইতিমধ্যেই রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফ থেকে টুইট করা হয়েছে। আসলে গত দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন লাভরভ। ভারতের আগে তিনি চীন এবং তুরস্ক সফরে গিয়েছিলেন।
আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। বিশ্বমঞ্চে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে। এমনকি আমেরিকা এবং সহযোগীদের পথে হেঁটে রাশিয়ার ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা চাপায়নি ভারত। সেইজন্যই আজকের ভারত রাশিয়া বৈঠক নিয়ে চূড়ান্ত আগ্রহ ছিল আন্তর্জাতিক মহলে।
তবে এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে মধ্যস্থতা করবে ভারত? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, "ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। যদি ভারত আন্তর্জাতিক সমস্যাগুলির জন্য একটি ন্যায্য এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গির অবস্থান নিয়ে থাকতে পারে, তবে এটি এই ধরণের প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।" এরপর লাভরভ আজকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে হায়দ্রাবাদ হাউসে সাক্ষাৎ করেন। সেখানে রুশমন্ত্রী বলেছেন, "যেকোনো চাপ ভারত ও রাশিয়ার সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না"। এছাড়াও ভারতের নিরপেক্ষ বিদেশনীতির ব্যাপক প্রশংসা করেছেন লাভরভ।
এছাড়াও বৈঠকের পর লাভরভ বলেছেন, "ভারত যদি আমাদের থেকে কিছু কিনতে চায়, তাহলে আমরা আলোচনা এবং সহযোগিতার জন্য তৈরি রয়েছি।" আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের একাধিক দেশ রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে নতুন ক্রেতা খোঁজার জন্য উদগ্রীব রয়েছে রাশিয়া।