বিদায় নিচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, কয়েক মাস রাজত্ব করেই পদত্যাগের ঘোষনা বিক্রমাসিংহের
বিক্ষোভকারীরা দেশটির রাজনীতির আমূল পরিবর্তন চাইছেন
বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম অনুযায়ী, তাঁর রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার পক্ষ থেকে তাঁকে শিগগিরই পদত্যাগ করতেও বলা হতে পারে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রনিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার অবস্থা দূর্বিষহ। অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সব মিলিয়ে দেউলিয়া অবস্থা শ্রীলঙ্কার। দেশজুড়ে বিক্ষোভের মুখে গত মে মাসে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী করেন গোতাবায়া। যদিও দেশবাসী মেনে নেননি তাকেও। এমতবস্থায় সব দলের অংশগ্রহণে সরকার গঠন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রনিল বিক্রমাসিংহে।
এদিন তিনি ট্যুইট করে লেখেন, "সকল নাগরিকের নিরাপত্তা সহ সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য, সর্বদলীয় সরকারের জন্য পথ তৈরি করার জন্য আমি আজ দলীয় নেতাদের সর্বোত্তম সুপারিশ গ্রহণ করছি। এটি সহজ করার জন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।" হাজার হাজার বিক্ষোভকারী জাতীয় রাজধানী কলম্বোর সরকারি জেলায় জড়ো হয়েছিল আজ, জাতীয় পতাকা নেড়ে রাজাপাকসের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশ বিমান গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলেও বিক্ষোভ দমন করতে পারেনি। বিক্ষোভকারীরা দেশটির রাজনীতির আমূল পরিবর্তন চাইছেন। তাঁদের দাবি ছিল, গোতাবায়াকেও পদত্যাগ করতে হবে। কিন্তু তিনি পদত্যাগ করেননি। ফলে বিক্ষোভ আরও জোরালো হয়। রাষ্ট্রপতি রাজাপাকসের শ্রীলঙ্কা পোডুজানা পেরামুনা (SLPP) দলের ১৬ জন সংসদ সদস্যও তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেন। বর্তমানে পলাতক রাজাপাকসে।