বেডরুম থেকে সোজা বক্সিং রিং, ফ্লোরিডায় শুরু হয়ে গেলো বিশ্বের প্রথম পিলো ফাইটিং চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/01/2022   শেষ আপডেট: 31/01/2022 9:44 p.m.
পিলো ফাইটিং চ্যাম্পিয়নশিপ - fightpfc.com

পিলো ফাইটিং চ্যাম্পিয়নশিপের সিইও স্টিভ উইলিয়ামস, তাঁর বহুদিনের স্বপ্নকে সফল করলেন এই নতুন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে

আপনারা জীবনে একবার না একবার হলেও বাড়িতে বালিশ নিয়ে লড়াই হয়তো করেছেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন, যদি এই বালিশের লড়াই একটি খেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন কি হবে? ঠিক এরকমই হতে চলেছে ফ্লোরিডায়। জানা যাচ্ছে, স্টিভ উইলিয়ামস নামের একজন ব্যক্তি বালিশ নিয়ে লড়াই, যার পোশাকি নাম পিলো ফাইটিং, তাকে একটি আন্তর্জাতিক প্রফেশনাল খেলার পর্যায়ে নিয়ে এসেছেন কিছুদিন আগেই। ২৯ জানুয়ারি ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের প্রথম পিলো ফাইটিং কম্পিটিশন, যেখানে উপস্থিত থাকবেন হাজার হাজার দর্শ। মিক্সড মেটেরিয়াল আর্টের আওতায় এই খেলাটিকে পেশাগত স্তরে নিয়ে যাবার পরিকল্পনা করা হয়েছে।

পিলো ফাইটিং চ্যাম্পিয়নশিপের চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভ উইলিয়াম বলছেন, "এই প্রতিযোগিতায় কোন সাধারণ বালিশ নিয়ে লড়াই হবে না। আপনি আপনার সামনের মানুষের সাথে লড়াই করতে করতে হাসছেন আর চারিদিকে তুলো উড়ছে, বিষয়টা সে রকম নয়। বিশেষ ধরনের বালিশ দিয়ে আন্তর্জাতিক মানের পেশাগতভাবে এই টুর্নামেন্ট খেলা হবে।" যদিও এখনো পর্যন্ত জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় পেশাগতভাবে পিলো ফাইটিং করেন এরকম কেউ নেই। এমএমএ এবং বক্সিং থেকে খেলোয়ারদের এই নতুন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উইলিয়ামস বলছেন, "যেকোনো ধরনের কুস্তি অথবা বক্সিংয়ের রিংয়ে আঘাতপ্রাপ্ত হবার সম্ভাবনা থাকে প্রচুর। তবে এখানে সেরকম কিছু হবে না। প্রতিযোগীদের তেমনভাবে ব্যাথ্যা লাগবে না। যারা বক্সিংয়ের মত খেলা উপভোগ করতে চান অথচ তাদের রক্ত দেখলে সমস্যা হয় তারা নির্দ্বিধায় এ প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন। এখানে হবে শুধুমাত্র নির্ভেজাল প্রতিযোগিতা, এখানে কোন রক্তপাত, বর্বরতার পরিস্থিতি তৈরি হবে না।" এছাড়াও, বিশ্বে বহু মানুষ এমন আছেন যারা ছোট থেকেই পিলো ফাইটিং করতে করতে বড় হয়েছেন। তাদের কাছেও এই প্রতিযোগিতা হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়।