মমতাকে যে সংস্থা আমন্ত্রণ জানিয়েছিল সেটা যথেষ্ট সম্মানীয়, কেন্দ্রকে ঠুকে আক্রমণ প্রাক্তন রাষ্ট্রদূতের
প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূতের তরফে কেন্দ্রের এই ঘোষণাকে কটাক্ষ করা হয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে এবারে গর্জে উঠলেন ইতালির প্রাক্তন ভারতীয় দূত কেপি ফ্যাবিয়ান। আজ একটি বিবৃতিতে তিনি বললেন, যে ইতালিয় সংস্থাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল, সেটি অত্যন্ত সম্মানীয় একটি সংস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগের সমর্থনেই এই মন্তব্যগুলি করলেন কেপি ফাবিয়ান। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম যাত্রার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল সান্ট এডিগোর মত একটি রোমের সংস্থা এরকম উচ্চস্তরের কোন মানুষের যোগদান করানোর ক্ষমতা রাখেনা।
তার পরিবর্তেই আজকে কে পি ফাবিয়ান বলছেন, 'সান্ট এডিগো একটি অত্যন্ত সম্মানীয় আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তির ক্ষেত্রে মধ্যস্থতা স্থাপন করে এই সংস্থাটি। বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন আলজিরিয়ায় এই সংস্থাটি বেশকিছু সভা করেছিল। অনেক বড় বেশ কয়েকজন নেতা এবং ধর্মীয় মুখেরাও এই সংস্থার সভায় অংশগ্রহণ করে থাকেন।"
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার যাত্রার অনুমতি দেওয়া হয়নি। এরকম একটি সম্মানীয় আন্তর্জাতিক কনফারেন্সে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তিনি বলছেন, "অনেক রাজ্যের তরফ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয় না। তবুও আমি শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে চেয়েছিলাম। আপনারা আমাকে শান্ত রাখতে পারবেন না। শিকাগো, চীন, কেমব্রিজ এবং সেন্ট স্টিফেন্স কলেজে আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আপনারা কটা অনুষ্ঠানে আমাকে আটকাতে পারবেন?"
অন্যদিকে কেপি ফাবিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন যেন তিনি একটি ভিডিও লিংকের মাধ্যমে ভিডিও কনফারেন্স ব্যবহার করে সেই অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বলেছেন, "পোপ ফ্রান্সিস এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে না যেতে দেওয়ার একমাত্র কারণ হিসাবে দেখানো হয়েছিল, এই অনুষ্ঠানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম মানের মানুষজন আমন্ত্রিত। কিন্তু আদতে, এই অনুষ্ঠানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে অনেক বেশি পদমর্যাদাসম্পন্ন মানুষজন উপস্থিত রয়েছেন। ভারতীয় বিদেশমন্ত্রক এরকম একটি ন্যক্কারজনক কারণ দেখিয়ে এই আন্তর্জাতিক সংস্থাটির অপমান করেছে।"