ভারত ও ব্রিটেনের মধ্যে আপাতত সমস্ত উড়ান বাতিল

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 21/12/2020   শেষ আপডেট: 21/12/2020 4:16 p.m.
-

নতুন কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত ভারত সরকারের

২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত আপাতত ভারত ও ব্রিটেনের মধ্যে সমস্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত সরকার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আসন্ন ক্রিস্টমাস উপলক্ষ্যে ব্রিটেন জুড়ে কড়া লকডাউনের ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করার পরেই বহু দেশ ব্রিটেনের সঙ্গে তাদের সমস্ত উড়ান আপাতত বাতিল করছে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশ ব্রিটেনের সঙ্গে তাদের সমস্ত বিমান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেঃ

  • ১ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সাথে সমস্ত উড়ান বাতিল করার সিদ্ধান্ত প্রথম নেয় নেদারল্যান্ডস।
  • এরপর একে একে অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স একই পথে হেঁটেছে। ইতালি সরকার এই নিষেধাজ্ঞা বহাল রাখছে ৬ জানুয়ারি পর্যন্ত।
  • বুলগেরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সে দেশে ২০২১ এর ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সাথে কোনো উড়ান চলবে না। অন্যদিকে গ্রীস ব্রিটেন থেকে আগত প্রত্যেক ব্যক্তিকে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী বরিশ জনসন ইতিমধ্যেই লন্ডন এবং ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব অংশে আসন্ন ক্রিস্টমাস উপলক্ষ্যে কড়া লকডাউন করার পরিকল্পনা গ্রহণ করেছেন।