Shinzo Abe: ভরা সভায় চলল গুলি, গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/07/2022   শেষ আপডেট: 08/07/2022 9:33 a.m.
https://twitter.com/AbeShinzo

আততায়ী আটক, গুলিবিদ্ধ ঘটনার পরেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন

নারা শহরে ভাষণ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হলেন জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রীর শিনজো আবে (Shinzo Abe)। আততায়ী খুব কাছ থেকেই গুলি চালিয়েছে। শিনজো আবের অবস্থা অতি সংকটপূর্ণ।

ঠিক কী ঘটেছিল এদিন? শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটে। সেই সময় তিনি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

বর্তমানে শিনজো আবের অবস্থা সংকটপূর্ণ। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলি লাগার পর শিনজো আবে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আততায়ীকে আটক করেছে পুলিশ। কেন এমন ঘটানো হল এখনও স্পষ্ট নয়। একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার থেকে আসা, শিনজো আবে ১৯৯৩ সালে জাপানের সংসদের নিম্নকক্ষে তার কর্মজীবন শুরু করেন। আবে প্রথম ২০০৬ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু এক বছর ধরে বিতর্কের কারণে পদত্যাগ করেছিলেন।